প্রেস বিজ্ঞপ্তি : আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যাগে আজ বেলা ১১.৩০ টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে নওগাঁ জেলার নিয়ামতপুরে ৩ বছরের আদিবাসী শিশু ধর্ষণ ও পত্নীতলায় মিঠুন খালকো হত্যা, সাতক্ষীরায় মুন্ডা নারী নির্যাতন, রাজশাহীতে সরেন সরদার এর বাড়িতে হামলা ও ভাংচুরসহ সারাদেশে আদিবাসী নির্যাতন, হত্যা, ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদ এবং বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহিী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চঞ্চল মাহাতো, সাতক্ষীরা জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক তরুণ কুমার মুন্ডা।
সংহতি বক্তব্য রাখেন বাংলাদেষ মহিলা পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কল্পনা রায়, জনউদ্যোগ রাজশাহী ফেলো জুলফিকার আহমেদ গোলাপ, গোদাগাড়ী পারগানা পরিষদের পারগানা রবীন্দ্রনাথ হেমব্রম ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, গত ২৩ জুন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দাদরোইল গ্রামে এক ৩ বছরের আদিবাসী শিশুকে পাশের গ্রামের এক যুবক ধর্ষণ করে। সেই মেয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। কিন্তু সন্দেহভাজন ধর্ষক সোম সরেন এখনো গ্রেফতার হয়নি।
২২ জুন ২০১৫ তারিখে নওগাঁর পতœীতলার আকবরপুর গ্রামে ভূমিদস্যু দারা নির্মমভাবে নিহত হয় মিঠুন খালকো নামের ১২ বছরের এক বালক। ২৯ জুন ২০১৫ তারিখে নিয়ামতপুরে তরুবালা(৩৫) নামের এক আদিবাসী নারীকে ধর্ষনের চেষ্ঠা ও শারীরীকভাবে নির্যাতন করেন আবদুর রশিদ নামের এক সন্ত্রাসী।
২৪ জুন ২০১৫ রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোলাই গ্রামের নরেন সরদার নামের এক আদিবাসীর বাড়ীতে হামলা ও উচ্ছেদ করে এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যু।
এছাড়াও ৮ জুলাই ২০১৫ সাতক্ষীরার শ্যামনগরে জেলেখালী গ্রামের সুরঞ্জন মুন্ডার স্ত্রী মিনা রানী মুন্ডাকে পাশের প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের লোকজন ছাগল চরানোকে কেন্দ্র করে মধ্যযুগীয় শারীরীক ভাবে নির্যাতন করেন।
বক্তারা সারা দেশে আদিবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, ভূমি থেকে উচ্ছেদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের বিচারের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহিী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চঞ্চল মাহাতো, সাতক্ষীরা জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক তরুণ কুমার মুন্ডা।
সংহতি বক্তব্য রাখেন বাংলাদেষ মহিলা পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কল্পনা রায়, জনউদ্যোগ রাজশাহী ফেলো জুলফিকার আহমেদ গোলাপ, গোদাগাড়ী পারগানা পরিষদের পারগানা রবীন্দ্রনাথ হেমব্রম ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, গত ২৩ জুন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দাদরোইল গ্রামে এক ৩ বছরের আদিবাসী শিশুকে পাশের গ্রামের এক যুবক ধর্ষণ করে। সেই মেয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। কিন্তু সন্দেহভাজন ধর্ষক সোম সরেন এখনো গ্রেফতার হয়নি।
২২ জুন ২০১৫ তারিখে নওগাঁর পতœীতলার আকবরপুর গ্রামে ভূমিদস্যু দারা নির্মমভাবে নিহত হয় মিঠুন খালকো নামের ১২ বছরের এক বালক। ২৯ জুন ২০১৫ তারিখে নিয়ামতপুরে তরুবালা(৩৫) নামের এক আদিবাসী নারীকে ধর্ষনের চেষ্ঠা ও শারীরীকভাবে নির্যাতন করেন আবদুর রশিদ নামের এক সন্ত্রাসী।
২৪ জুন ২০১৫ রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোলাই গ্রামের নরেন সরদার নামের এক আদিবাসীর বাড়ীতে হামলা ও উচ্ছেদ করে এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যু।
এছাড়াও ৮ জুলাই ২০১৫ সাতক্ষীরার শ্যামনগরে জেলেখালী গ্রামের সুরঞ্জন মুন্ডার স্ত্রী মিনা রানী মুন্ডাকে পাশের প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের লোকজন ছাগল চরানোকে কেন্দ্র করে মধ্যযুগীয় শারীরীক ভাবে নির্যাতন করেন।
বক্তারা সারা দেশে আদিবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, ভূমি থেকে উচ্ছেদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের বিচারের দাবি জানান।
0 Comment "রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন"
Post a Comment