আদিবাসী সমাজের মধ্যে এমন পরিবার পাওয়াই কঠিন যেখানে জমি-জমা ভোগদখল
নিয়ে ভূমিদস্যুদের বিরোধ নেই। জমি দখলের জন্য ভূমি দস্যু ও সন্ত্রাসীদের মামলা-মোকদ্দমা, জাল দলিল, জবর দখল, খুন, ধর্ষণ, হুমকি সবই ক্রমগত চলছে তাদের ওপর। বিচার না পাওয়া আর নিরাপত্তাহীনতায় জীবন বাঁচাতে অনেকেই পাড়ি জমাচ্ছেন সীমান্তের ওপারে।
বর্তমানে আদিবাসীরা কিন্তু জমি হারিয়ে, মামলায় জড়িয়ে দিনের পর দিন তারা নিঃস্ব হয়ে পড়ছেন। অধিকাংশ আদিবাসী পরিবারের দিন কাটে ভূমি বিরোধ, নির্যাতন, মামলা, খুন, ধর্ষণ আর অপহরণের আতঙ্কে।
ভূমিদস্যুদের করাল থাবাই রক্ষা পাইনি রাজশাহী জেলার গোদগাড়ি উপজেলার বাগমারা গ্রামের মোড়ল সরেন(৭০)। পৈত্রিক সূত্রে পাওয়া ৩৩ বিঘা জমি আর নিজের কেনা ৭৬ শতাংশ জমি ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। এখন তিনি খাস জমিতে সহায় সম্বলহীন অবস্থায় দিন পার করছেন। এতেই ক্ষ্যান্ত হয়নি ভূমিদস্যুরা তাকে দেশ ত্যাগ করার জন্য হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।
পৈত্রিক সম্পত্তি নিয়ে স্বাধীনতার পর থেকেই মামলা চলমান। আর নিজের কেনা জমি নিয়ে মামলা চলছে প্রায় ১২ বছর ধরে। এই দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে তিনি আরও নিস্ব হয়ে গেছেন। তার গরু-ছাগল সবকিছু বিক্রি কওে এখন সহায় সম্বলহীন। রাজশাহী কোর্টে তার মামলা নং: ৮৮/১০।
সরেজমিনে গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার বাগমারা গ্রামে গিয়ে দেখা যায়, মোড়ল সরেন তার গ্রামের বাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছেন। তিনি বলেন, সম্প্রতি গত ১৫ জুলাই তার নিজের কেনা ৭৬ শতাংশ জমিতে ধান চাষের জন্য স্যার ফেলতে যান, এই সময় পার্শ্ববর্তী গ্রামের ভূমিদস্যু মোজাম্মেল হোসেনের নেতৃত্বে, নাসির আলী, কাশেম আলী, বেলাল হোসেন ভূমিদস্যুরা তার উপর হামলা করে । প্রাণ বাঁচাতে তিনি নিজের জমি থেকে পালিয়ে যান। ভূমিদস্যুরা তাকে যেখানে পাবে সেখানেই কেটে ফেলার হুমকি প্রদান করে। তিনি আক্ষেপ করে বলেন, জমি-জমার কাগজ, খাজনা, খারিজ, চেক সবই আছে কিন্তু দখল নেই। হাইকোর্ট থেকেও তিনি রায় পেয়েছেন। তবে এই অঞ্চলের ভূমিদস্যুদের মূল হোতা হলেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর কাশিমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন। মোড়ল সরেনের জমি দখলের জন্য মোজাম্মেল হোসেন বিভিন্ন কায়দায় এলাকার কিছু লোককে ব্যবহার করে থাকেন। মোজাম্মেল হোসেন শুধু মোড়ল সরেনের জমি দখল করেই শান্ত হননি তাকে হয়রানিমূলক মামলা দিয়ে জেলেও খাটিয়েছেন। ঘটনার ব্যাপারে গোদাগাড়ী কাঁকনহাট থানার ওসি রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার বিষয়ে জানেন না, পরে খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।
রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় আদিবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন, উচ্ছেদ, ধর্ষণ বেড়েছে। অসংখ্য আদিবাসী পরিবার ভূমিদস্যুদের অত্যাচারে সংখ্যালঘুরা তাদের বাড়িঘর ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছে। এখনও যারা আছে, তাদের ওপর নিত্য নেমে আসছে অত্যাচার আর নির্যাতনের খড়গ।
নিয়ে ভূমিদস্যুদের বিরোধ নেই। জমি দখলের জন্য ভূমি দস্যু ও সন্ত্রাসীদের মামলা-মোকদ্দমা, জাল দলিল, জবর দখল, খুন, ধর্ষণ, হুমকি সবই ক্রমগত চলছে তাদের ওপর। বিচার না পাওয়া আর নিরাপত্তাহীনতায় জীবন বাঁচাতে অনেকেই পাড়ি জমাচ্ছেন সীমান্তের ওপারে।
বর্তমানে আদিবাসীরা কিন্তু জমি হারিয়ে, মামলায় জড়িয়ে দিনের পর দিন তারা নিঃস্ব হয়ে পড়ছেন। অধিকাংশ আদিবাসী পরিবারের দিন কাটে ভূমি বিরোধ, নির্যাতন, মামলা, খুন, ধর্ষণ আর অপহরণের আতঙ্কে।
ভূমিদস্যুদের করাল থাবাই রক্ষা পাইনি রাজশাহী জেলার গোদগাড়ি উপজেলার বাগমারা গ্রামের মোড়ল সরেন(৭০)। পৈত্রিক সূত্রে পাওয়া ৩৩ বিঘা জমি আর নিজের কেনা ৭৬ শতাংশ জমি ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। এখন তিনি খাস জমিতে সহায় সম্বলহীন অবস্থায় দিন পার করছেন। এতেই ক্ষ্যান্ত হয়নি ভূমিদস্যুরা তাকে দেশ ত্যাগ করার জন্য হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।
পৈত্রিক সম্পত্তি নিয়ে স্বাধীনতার পর থেকেই মামলা চলমান। আর নিজের কেনা জমি নিয়ে মামলা চলছে প্রায় ১২ বছর ধরে। এই দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে তিনি আরও নিস্ব হয়ে গেছেন। তার গরু-ছাগল সবকিছু বিক্রি কওে এখন সহায় সম্বলহীন। রাজশাহী কোর্টে তার মামলা নং: ৮৮/১০।
সরেজমিনে গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার বাগমারা গ্রামে গিয়ে দেখা যায়, মোড়ল সরেন তার গ্রামের বাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছেন। তিনি বলেন, সম্প্রতি গত ১৫ জুলাই তার নিজের কেনা ৭৬ শতাংশ জমিতে ধান চাষের জন্য স্যার ফেলতে যান, এই সময় পার্শ্ববর্তী গ্রামের ভূমিদস্যু মোজাম্মেল হোসেনের নেতৃত্বে, নাসির আলী, কাশেম আলী, বেলাল হোসেন ভূমিদস্যুরা তার উপর হামলা করে । প্রাণ বাঁচাতে তিনি নিজের জমি থেকে পালিয়ে যান। ভূমিদস্যুরা তাকে যেখানে পাবে সেখানেই কেটে ফেলার হুমকি প্রদান করে। তিনি আক্ষেপ করে বলেন, জমি-জমার কাগজ, খাজনা, খারিজ, চেক সবই আছে কিন্তু দখল নেই। হাইকোর্ট থেকেও তিনি রায় পেয়েছেন। তবে এই অঞ্চলের ভূমিদস্যুদের মূল হোতা হলেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর কাশিমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন। মোড়ল সরেনের জমি দখলের জন্য মোজাম্মেল হোসেন বিভিন্ন কায়দায় এলাকার কিছু লোককে ব্যবহার করে থাকেন। মোজাম্মেল হোসেন শুধু মোড়ল সরেনের জমি দখল করেই শান্ত হননি তাকে হয়রানিমূলক মামলা দিয়ে জেলেও খাটিয়েছেন। ঘটনার ব্যাপারে গোদাগাড়ী কাঁকনহাট থানার ওসি রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার বিষয়ে জানেন না, পরে খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।
রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় আদিবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন, উচ্ছেদ, ধর্ষণ বেড়েছে। অসংখ্য আদিবাসী পরিবার ভূমিদস্যুদের অত্যাচারে সংখ্যালঘুরা তাদের বাড়িঘর ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছে। এখনও যারা আছে, তাদের ওপর নিত্য নেমে আসছে অত্যাচার আর নির্যাতনের খড়গ।
0 Comment "জমি-জমা হারিয়ে নিঃস্ব মোড়ল সরেন ।। নিরাপত্তাহীনতায় পাড়ি জমাচ্ছেন সীমান্তের ওপারে"
Post a Comment