১৯জুন শুক্রবার দিবাগত রাতে নওগাঁর ধামইরহাটে বিষাক্ত সাপের কামড়ে সমর উড়াও ওরফে
রাম (১৫) নামে এক আদিবাসী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর দাড়কাদিঘী
গ্রামের শ্রী ধুমা উড়াওয়ের ছেলে আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর
ছাত্র রাম রাত ৯ টায় বাজার থেকে বাড়ী ফেরার সময় একটি বিষধর সাপ তার পায়ে
কামড়ে দেয়। সাথে সাথে সে তার পায়ে বাঁধন দিয়ে বাড়ী আসে। তাকে পার্শ্ববর্তী
ওঝার কাছে নিয়ে গিয়ে পায়ের বাঁধন খুলে দিলে ১০ মিনিটের মধ্যে সে মৃত্যুর
কোলে ঢলে পড়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। এলাকাবাসী ওঝার
প্রতি ক্ষোভ প্রকাশ করেছে।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু"
Post a Comment