বাজেটে আদিবাসী বরাদ্দ বাড়ানোর দাবি ককাসের

বাজেট পাসের আগে সমতলের আদিবাসীদের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ককাসের আহ্ববায়ক ফজলে হোসেন বাদশা জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এই দাবি জানান।

ফজলে হোসেন বাদশা বলেন, বাজেট বাড়ানোর জন্য আমরা বার বার দাবি জানিয়েছি। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। এতে ক্ষোভ বাড়ছে। এটা দেশের গণতন্ত্রের জন শুভ নয়।
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য সঞ্জীব দ্রং বলেন, সমতলের আদিবাসীদের সংখ্যা ২০ লাখের বেশি। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২০ কোটি টাকা। অথচ জনসংখ্যানুপাতে বরাদ্দ করলে এই বরাদ্দ অন্তত ৪ হাজার কোটি টাকা হওয়া উচিত।

সমতলের আদিবাসীদের বরাদ্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, এই টাকা কমপক্ষে ১০০ কোটি করতে হবে।

তিনি বলেন, সব মন্ত্রণালয় ও বিভাগের বাজেটে আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে এবং এতে আদিবাসীদের সম্পৃক্ত করতে নীতিমালা করতে হবে। আদিবাসী সংস্কৃতি উন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে আদিবাসী বিষয় নির্দেশনা থাকতে হবে। বাজেট বক্তৃতায় আদিবাসীদের বিবরণী ও বরাদ্দ থাকতে হবে। আদিবাসী বিষয়ক সংসদী ককাস এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, উষাতন তালুকদার, কাজী রোজী, নাজমুল হক প্রধান, মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।

0 Comment "বাজেটে আদিবাসী বরাদ্দ বাড়ানোর দাবি ককাসের"

Post a Comment