আদিবাসী পরিবারের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামে আদিবাসী পরিবারের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন রচনা করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সম্পাদক আশিক বানিয়াম, জেলা আদিবাসী পরিষদের সভাপতি রামপ্রসাদ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতা সুবাস চন্দ্র হেম্ব্রম ও জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মিঠুন রবিদাস।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন, এলাকার ৩ দশমিক ৮১ একর খাস জমিতে মাদারদীঘি নামে একটি পুকুরে স্থানীয় ২৪ জন সুফলভোগী আদিবাসীরা সরকারের কাছ থেকে নিয়ম অনুযায়ী লীজ গ্রহণ করে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এই পুকুর নিজেদের নামে করে নিতে স্থানীয় কয়েকজন বাঙালীকে সাথে নিয়ে শ্রীবাস মাহাতোসহ কতিপয় আদিবাসী অপচেষ্টা চালিয়ে আসছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে শ্রীবাস মাহাতোর নেতৃত্বে একদল আদিবাসী রামপ্রসাদ মাহাতোসহ বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, আদিবাসীদের মধ্যে সৃষ্ট ঘটনায় আদিবাসী পল্লীর রামপ্রসাদ মাহাতো বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে শুক্রবার একটি মামলা দায়ের করেছেন।

পাবনায় আদিবাসী পরিবারে হামলার প্রতিবাদে মানববন্ধন


0 Comment "আদিবাসী পরিবারের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন"

Post a Comment