ভুমিদস্যুতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে আদিবাসী নরেন সরদার

আজহারুল আজাদ জুয়েল লেখক: সাংবাদিক ও কলামিস্ট

বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪-৫ বছরের মাথায় ভুমিদস্যুদের অত্যাচার নির্যাতনের  শিকার হয়ে সুপন ওরফে সুপল সরদার দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে গেলেও  ছেলে নরেন থেকে যায় দেশের মাটিতে। এরপর পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে  তাকেও নানাবিধ অত্যাচারের শিকার হতে হয়। সেই অত্যাচার আজও বন্ধ হয়নি। দলিল
থাকা সত্তেও নরেন এখন ভুমিছাড়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুলাইগ্রামের অধিবাসী আদিবাসী কৃষক নরেন সর্দার  প্রায় ১৯ বিঘা জমির মালিক। তার মালিকানাধীন জমির সব ধরনের দলিল রয়েছে।
হালনাগাদ খাজনা-খারিজ পরিশোধিত আছে। তবুও তার দখলে নাই সিংহভাগ জমি। দলিল
আছে, জমি নাই। দলিল তার দখলে, জমি ভুমিদস্যুদের দখলে। ভুমিদস্যুদের
অত্যাচার নির্যাতনে আপন ভুমি ছেড়ে দিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে সরকারি খাস
জমিতে। তবুও তিনি ভুমিদস্যুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন নিরন্তরভাবে। নরেন তার জমিতে যখনি যাওয়ার চেষ্টা করেছেন তখনি হামলা হয়েছে তার ওপর। তাকে
বেদম মারধর করে আপন ভুমি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। তার ওপর সর্বশেষ হামলা হয়
 ২৪ জুন ২০১৫-তে। এই হামলার সংবাদ পরদিন ২৫ জুন রাজশাহীর দৈনিকগুলোতে
প্রকাশিত হয়। এরপর সেটা নিয়ে অনুসন্ধান শুরু হয় সেড-এর পক্ষ হতে।দেওপাড়া ইউনিয়নের গুলাইগ্রামে আরএস ১২৯২ ও ১২৯৩ দাগে নরেন সরদারের তিন বিঘা জমি আছে। এই জমিকে তিনি আমবাগানে পরিণত করেছেন। ১৯টি আম গাছ লাগিয়েছেন। এই  জমিতেই তার বাবা সুপন ওরফে সুপল সরদার পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪-৫ বছরের মাথায় ভুমিদস্যুদের অত্যাচার
নির্যাতনের শিকার হয়ে সুপন ওরফে সুপল সরদার দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি
ভারতে গেলেও ছেলে নরেন থেকে যায় দেশের মাটিতে। এরপর পৈতৃক সম্পত্তি রক্ষা
করতে গিয়ে তাকেও নানাবিধ অত্যাচারের শিকার হতে হয়। সেই অত্যাচার আজও বন্ধ
হয়নি। দলিল থাকা সত্তে¡ও নরেন এখন ভ‚মিছাড়া। পরিবার পরিজন নিয়ে একটি সরকারি
 পুকুরের কিনারে কোনোরকমে ঝুপড়ি ঘরের মত ছোট আবাস তৈরি করে বসবাস করছেন।গুলাইগ্রামের জমিটিতে সমস্যা তৈরি করা হয় ১৯৭৯ সালে। গুলাইয়ের নিকটবর্তী
ধামিনা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ ও আশরাফুল নামের দুই ভাই দাবি করেন
যে, তারা ঐ জমি মৃত মারকুস বিশ্বাসের পুত্র স্টীফান বিশ্বাস ও আন্দি য়াস
বিশ্বাসের কাছ থেকে কিনে নিয়েছেন এবং সেটা ছেড়ে দেয়ার জন্য নরেনকে নির্দেশ
দেন। কিন্তু নরেন জানেন যে, তার জমি নিয়ে ভ‚মিদস্যুদের ষড়যন্ত্রের জাল তার বাবার
 আমল থেকেই বিছানো শুরু হয়েছে। তাই জমি ছেড়ে কখনোই চলে যাননি। জমি থেকে
সরাতে না পারলেও ষড়যন্ত্র তাতে বন্ধ থাকেনি। ষড়যন্ত্রের অংশ হিসেবেই মজিদ ও
 আশরাফ কর্তৃক ১৯৯১ সালে পার্শ্ববর্তী দাশপুকুর নিবাসী জনৈক তোফাজ্জল
হোসেনের পুত্র নুরুল হক আওয়ালের কাছে জমিটিকে বিক্রি করা হয়েছে মর্মে নতুন
দলিল তৈরি করা হয়। এরপর বিভিন্ন সময় নরেনকে উচ্ছেদের চেষ্টা চলে। ২০০৩ সালে
 নুরুল হক আওয়াল সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে ঘর-বাড়ি ভেঙে দিয়ে নরেনকে
সমূলে সেখান থেকে উচ্ছেদ করেন। এরপর নরেনের আশ্রয় হয় সরকারি খাস জমিতে।
তাকে কাটাতে হয় উদ্বাস্তু জীবন। যেহেতু নরেনের দলিল আছে তাই তার পাশে এসে দাঁড়ায় অনেক বাঙালি পরিবার। তারা
নরেনকে সহায়তা করার কারণে চলতি বছরের মার্চ-এপ্রিলে নরেন আবারো তার জমিতে
ঘর তোলেন এবং বসবাস করতে থাকেন। কিন্তু ২৪ জুন নুরুল হক আওয়াল কার,
মাইক্রো, ট্রাকসহ গুণ্ডা-পাণ্ডা নিয়ে এসে নরেনের ঘর-বাড়ি আবারো ভেঙে দিয়ে
সবকিছু ট্রাকযোগে নিয়ে যায়। ফলে নরেনকে আবারো খাসপুকুরপাড়ে গিয়ে গাছের তলায়
 আশ্রয় নিতে হয়েছে।জমিটির বৈধতা কার তা নিয়ে এবার একটি পর্যালোচনায় আসা যাক। জমি দলিলপত্রে(খতিয়ান নং ৫১৭, জেএল নং ৩১৭, রে: সার্ভে নং ৮৭, মৌজা গুলাই) দেখা যায় যে,
জমির প্রধান মালিক ছিলেন কাঙ্গালি সরদার। তার ৪ পুত্র সুপল সরদার, শ্রীমন্ত
 সরদার, সর্বেশ্বর সরদার ও জিঠু সরদার। সর্বেশ্বর সরদার নিঃসন্তান অবস্থায় ও
 জিঠু সরদার অবিবাহিত অবস্থায় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই মারা যায়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পিতা কাঙ্গালি সরদার মারা যায় ভারতে। ফলে জমির
মালিকানা চলে আসে শ্রীমন্ত সরদার ও সুপল সরদারের হাতে। শ্রীমন্ত সরদার তার
অংশের জমি সুপলকে দেন এবং তিনিও মারা যান। কাঙ্গালি সরদার হলেন আদিবাসী ওঁড়াও সম্প্রদায়ের লোক। আর ভ‚মি নিয়ে
আদিবাসীদের কি ভয়ংকর পরিস্থিতি পার করতে হয় তা অজানা নয় কারো। তেমন
পরিস্থিতির শিকার হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে তাকে। তার
সন্তান সুপন অথবা সুপলকেও একই পরিস্থিতি অতিক্রম করতে হচ্ছে। নিরন্তর
সংগ্রামের মধ্য দিয়ে ভুমিদস্যুদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে এই
আদিবাসীদের।সুপলের জমি মজিদ ও আশরাফ কিনেছে মারকুস বিশ্বাসের পুত্র স্টীফান বিশ্বাস ও
আন্দি য়াস বিশ্বাসের কাছ থেকে। অথচ ঐ জমিতে স্টীফান, আন্দি য়াসের কোনো
অংশীদারিত্ব নাই। কিন্তু ভুমি তাদের আদিবাসীর পরিচিতি আড়াল করে কখনো
খ্রিস্টান, কখনো মুসলমান হিসেবে কাগজে, দলিলে, এফিডেভিটে দেখিয়েছে। কখনো
তাদেরকে মার্কুশের পুত্র কখনো সর্বেশ্বর রায়ের পুত্র বলে উলে­খ করেছে।
আব্দুল মজিদ ও আশরাফ আলী যে দলিলে (দলিল নং ১৫০৫১-১৯৬-২৪৬-২৪৯
তাং-০৭/০৫/৭৯ইং) জমিটি ক্রয় করেছেন, সেই দলিলে স্টীফান বিশ্বাস ও আন্দি য়াস
 বিশ্বাসকে খ্রিস্টান বলা হয়েছে এবং তাদের পিতার নাম উলে­খ করা হয়েছে
মার্কুশ বিশ্বাস। অথচ এর তিন মাস পর (২১/০৮/৭৯ ইং তারিখে) রাজশাহী জেলা
প্রশাসককে দেয়া এক পত্রে এই মজিদই উলে­খিত দুই ব্যক্তির পিতার নাম
সর্বেশ্বর সরদার বলে উলে­খ করেন। এছাড়া একটি এফিডেভিটে (এফিডেভিট তাং
০৯/০৮/৭৯ ইং) উলে­খিত দুই খ্রিস্টানকে মুসলমান হিসেবে উলে­খ করেন তারা। এ
থেকে পরিষ্কার যে, ভুয়া দলিল তৈরি করে পৈতৃক সূত্রে পাওয়া নরেন সরদারের জমি
 দখলের চেষ্টা হয়েছে। কাগজ-কলমে সফল না হতে পেরে তাকে শক্তির জোরে উচ্ছেদ
করা হয়েছে।তিন বিঘা জমি জবর দখলের যে কাহিনী, নরেনের অন্য জমিগুলোতেও একই অবস্থা। তার
 সবগুলো জমির ওপর ভুমিদস্যুদের লোলুপ দৃষ্টি। সবগুলোতেই জাল দলিল আর মামলা।
 যেমন নরেন সরদারের আরেকটি জমি জনৈক বিশু সরদার পিতা পটলী সরদারের কাছ থেকে
 কেনা হয়েছে মর্মে দলিল করেছে ভুমিদস্যুরা।অথচ বিশু সরদার কিংবা পটলী সরদার নামে সুপল সরদারের উত্তরাধিকারী কিংবা
নরেন সরদারের অংশীদার কেউ নাই। কিন্তু জাল দলিল আর অসংখ্য মামলার বেড়াজালে
খাবি খাচ্ছেন নরেন। প্রশাসন যেন ভুমিদস্যুদের পক্ষেই। ভুমিদস্যুরা মামলা
করলেই তারা নরেন সরদারের বিরুদ্ধে উঠে-পড়ে লাগছেন। যখন এই লেখা লিখছি তখনো
তার দুই পুত্র রবি সরদার ও ভিষণ সরদার ভুমিদস্যুদের মামলায় জেল হাজতে রয়েছে
 প্রায় দুই মাস ধরে। কিন্তু আদিবাসী নরেন সরদার যখন মামলা করেন তখন পুলিশ
কিংবা প্রশাসনের কোনো টনক নড়ে না। এত মামলা, এত হয়রানি নরেনের একার পক্ষে
মোকাবেলা করা সহজ নয়। কিন্তু কোনো উপায়ও তার নাই। যে ভুমি অফিস তার
মালিকানার জমিতে ভুমিদস্যুদের পক্ষে দলিল করে দিচ্ছেন, যে আদালতে তার জমি
সংক্রান্ত মামলাগুলো চলছে তারা জাল-জালিয়াতির বিষয়টি কেন অনুধাবন করছেন না
তা বোধগম্য নয়। অথচ ওসব, এফিডেভিট, দরখাস্তের মধ্যেই ভুমি দস্যুদের
জালিয়াতি পরিষ্কারভাবে ধরা পড়ে যদি চোখ খুলে সেগুলো পড়া এবং বিবেক দ্বারা
বিচার-বিশ্লেষণ করা হয়। মানবাধিকার কর্মী যোসেফ হাসদাকে সাথে নিয়ে রাজশাহীর
 গোদাগাড়ী থেকে ঘুরে এসে লেখা। (চলবে)

0 Comment "ভুমিদস্যুতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে আদিবাসী নরেন সরদার"

Post a Comment