আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে কুলাউড়ায় সমোবেশ

জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবিতে কুলাউড়ায় আদিবাসী জনগোষ্ঠীর উদ্যোগে র‌্যালি ও সমোবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় স্কুল চৌমুহনী থেকে র‌্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে কুলাউড়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মি. প্রত্যুশ আশাক্রা’র সভাপত্বিতে ও হিরামন হেলেন তালাং এবং জয়ন্ত লরেন্স রাকসাম এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পাসকপ কল্যাণ পরিষদের নিবার্হী পরিচালক শ্রী গৌরাঙ্গ পাত্র, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, কুবরাজ আন্ত পুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাগাছাস কুলাউড়া উপজেলা শাখার সভাপতি তমাল আজিম, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সেক্রেটারী লবিং পস্না, সিমাসাকা মহিলা সংগঠনের সভাপতি হিমালী রিছিল, আদিবাসী নেতা যতীন বাকতী ও শরীফপুর ইউপি সদস্য পাবর্তী ভর।

সমাবেশে বিভিন্ন জাতীয় দিবসের পাশাপাশি আন্তর্জাতিক আদিবাসী বিদস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

0 Comment "আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে কুলাউড়ায় সমোবেশ "

Post a Comment