ধর্ষনের শিকার আদিবাসী শিশুকে আর্থিক সহায়তা

রাজশাহী মেডিকেল কলেজের ওসিসি ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষনের শিকার আদিবাসী শিশুকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এবং বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা। গতকাল সকালে ভিকটিমের নানি ফুলমনি টুডুর হাতে পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসিসির সমন্বয়কারী ডা. মাহাবুবা শিউলি, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সমন্বকারী রাশেদ রিপন, পিও সোমা হাসান, পাবনা এসপিএস এর সমন্বয়কারী পল্লব হোড় পলাশ, রিমা খাতুন। উল্লেখ্য ধর্ষনের শিকার তিন বছরের এই শিশুকে তার নিজের ফুপা ধর্ষন করে। ধর্ষক এখনও পলাতক রয়েছে।

0 Comment "ধর্ষনের শিকার আদিবাসী শিশুকে আর্থিক সহায়তা"

Post a Comment