তাহিরপুরের আদিবাসী সমাজের আলোকিত প্রবীণ আদিবাসী নারী শিরমণি দীব্রা সুরানী (১১০) আর নেই। বুধবার দিবাগত
রাত সাড়ে ১২টায় উপজেলার সীমান্ত গ্রাম কড়ইগড়ায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ
করেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও ১ ছেলেসহ অনেক নাতি নাতনি রেখে মারা যান।
তাহিরপুর উপজেলায় আদিবাসী সমাজে বয়সে তিনিই সবচেয়ে প্রবীণ ছিলেন বলে জানা গেছে।
তাহিরপুরের আদিবাসী সমাজে শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে ছিল তার পরিবার। তিনি নিজেও শিক্ষিত ছিলেন ও আদিবাসি সমাজে শিক্ষার প্রসারে সবার কাছে ছিলেন এক আদর্শের নাম। তার স্বামী যামিনী কান্ত মারাক একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার সন্তানদের সবাই উচ্চ শিক্ষিত। শিরমণি দীব্রার নামে কড়ইগড়া টিলাটি সুরানী টিলা হিসেবে পরিচিত। তিনি কড়ইগড়া কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভূমি দান করেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদিবাসী বাঙ্গালিসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তাকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে খ্রীস্টান ধর্মানুসারে তাকে সমাহিত করা হয়।
তাহিরপুরের আদিবাসী সমাজে শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে ছিল তার পরিবার। তিনি নিজেও শিক্ষিত ছিলেন ও আদিবাসি সমাজে শিক্ষার প্রসারে সবার কাছে ছিলেন এক আদর্শের নাম। তার স্বামী যামিনী কান্ত মারাক একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার সন্তানদের সবাই উচ্চ শিক্ষিত। শিরমণি দীব্রার নামে কড়ইগড়া টিলাটি সুরানী টিলা হিসেবে পরিচিত। তিনি কড়ইগড়া কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভূমি দান করেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদিবাসী বাঙ্গালিসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তাকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে খ্রীস্টান ধর্মানুসারে তাকে সমাহিত করা হয়।
0 Comment "আদিবাসী সুরাণী দীব্রা আর নেই "
Post a Comment