আদিবাসী তরুণীকে গণধর্ষণের দায়ে আটক ১

খাগড়াছড়ি জেলার নবঘোষিত গুইমারা উপজেলার প্রজাটিলা নামক এলাকায় আদিবাসী এক তরুণীকে
(১৮) গণধর্ষণের দায়ে ধর্ষক আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে গুইমারা বাজার থেকে তাকে আটক করা হয়। ধর্ষিত
 তরুণী জানান, সোমবার সকালে গৃহকর্ত্রীর ফলজ বাগানে কলা আনতে গেলে একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মজিদ মিস্ত্রি তাকে জোরপূর্বক ধরে নিয়ে পাশের
একটি সেগুন বাগানে আটকে রাখে এবং পরে পর্যায়ক্রমে চার যুবক মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে গৃহকত্রীর বাড়ির পাশে ফেলে পালিয়ে
যায় ধর্ষকরা। পরে কিশোরীকে উদ্ধার করে গুইমারা হাসপাতালে নিয়ে যায় গৃহকর্ত্রী। ডাক্তারী পরীক্ষার জন্য আজ বুধবার সকালে তাকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে। কিশোরী ধর্ষক মজিদ ছাড়া বাকীদের চিনতে পারেনি। এ ঘটনায় রাতেই ধর্ষিতার মা চন্দ্র রাণী ত্রিপুরা বাদী হয়ে গুইমারা থানায় মজিদসহ অজ্ঞাত ৩ যুবককে আসামী করে মামলা দায়ের করেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কিশোরীর মা
 বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল মজিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বাকী তিনজনের নাম জানা গেছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানা ওসি।

0 Comment "আদিবাসী তরুণীকে গণধর্ষণের দায়ে আটক ১"

Post a Comment