মারধরের ১২ দিন পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক আদিবাসী শ্রমিকের মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা।
মৃত শ্যামলাল সিং (৪০) উপজেলার বেতগাড়ী গ্রামের বাঁধন সিং এর ছেলে।
বৃহস্পতিবার সকালে জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন শ্যামলারের মৃত্যু হয়।
শ্যামলারের
স্ত্রী গীতা সিং অভিযোগ করেন, গত ৭ অগাস্ট বেতগাড়ী গ্রামের টুটুল আকন্দ
তার শ্যালো মেশিনের পার্টস চুরি হয় বলে শ্যামলালকে তিনি সন্দেহ করেন।
“সেই অভিযোগে টুটুলের নির্দেশে একই গ্রামের সেকেন্দার আলী নামে এক ব্যক্তি শ্যামলকে লাঠি দিয়ে বেদমভাবে প্রহার করেন।”
সেই থেকে শ্যামলাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার (১৯ অগাস্ট)
সকালে তাকে পঁচিবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।
সেখানে অবস্থার আরও অবনতি হলে একইদিন বিকালে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে টুটুল আকন্দের সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি।
পাঁচবিবি
থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ
ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
0 Comment "শ্যামলাল সিং নামে আদিবাসী শ্রমিক মৃত্যুর অভিযোগ"
Post a Comment