মহিমাগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী, ভূমিদস্যু ও দালালদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষাপেতে ভূমিহীন আদিবাসী কৃষকরা বাপ-দাদার জমিতে ফিরে দেতে চায়।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন ভূমিহীন আদিবাসী কৃষকসহ এসব সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে।
এসময় তিনি তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত রামপুরা, সাপমারা, মাদারপুর, নারাংগাবাদ ও চকরাহিমপুর মৌজার এক হাজার ৮৪২.৩০ একর সম্পত্তি রংপুর (মহিমাগঞ্জ) সুগার মিলস্ লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে উদ্ধার করে রেসটোরেশান দ্বারা ভূমি হারা কৃষকদের বাপ-দাদার সম্পত্তি ফেরত দেয়াসহ অবিলম্বে ভূমিহারা ক্ষতিগ্রস্ত আদিবাসী ও কৃষকদের বাপ-দাদার ভিটে মাটিতে পুনর্বাসন করতে হবে।
মহিমাগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী, ভূমিদস্যু ও দালালদের ষড়যন্ত্রের হাত থেকে ক্ষতিগ্রস্থদের রক্ষা করতে হবে।
প্রসঙ্গত, পূর্ব পাকিস্তান আমলে রংপুর (মহিমাগঞ্জ) সুগার মিলের ইক্ষু ফার্ম করতে ১৮৪২.৩০ একর জমি অধিগ্রহণ করে। শর্ত অনুযায়ী, ওই সম্পত্তি ইক্ষু চাষের পরিবর্তে যদি কখনও অন্য ফসল উৎপাদিত হয় তাহলে অধিগ্রহণকৃত ১৮৪২.৩০ একর সম্পত্তি পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সরকার বরাবর ফেরত দেবে।
0 Comment "বাপ-দাদার ভিটেয় যেতে চায় আদিবাসী কৃষকরা"
Post a Comment