প্রথমবারের মতো আদিবাসী নেতার সমাধিতে গেলেন অ্যাবট

অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার আদায়ের নেতা এডি কইকি মাবোর সমাধি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কোন প্রধানমন্ত্রী মার দ্বীপে তার সমাধিতে গেলেন।
 
নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে এক সপ্তাহ আদিবাসীদের সাথে কাটাবেন। সেই প্রতিশ্রুতি পূরণে তিনি এখন দেশটির টরেস অঞ্চলে অবস্থান করছেন। বিবিসি জানিয়েছে, সেখানে অবস্থানকালে অ্যাবট আদিবাসীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বেশকিছু পদক্ষেপ নেবেন।
সোমবার তিনি মাবোর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার আদিবাসী হিসেবে নিজেদের স্বীকৃতি লাভের মাসখানেক আগে এই সংগ্রামী নেতা মারা যান। ১০ বছর আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন। এর আগে বলা হতো ইউরোপের অভিবাসীরা যখন অস্ট্রেলিয়ায় আসে তখন সেই ভূখণ্ডের মালিক কেউ ছিল না। সূত্র: বিবিসি

0 Comment "প্রথমবারের মতো আদিবাসী নেতার সমাধিতে গেলেন অ্যাবট"

Post a Comment