আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
বান্দরবানে নবম শ্রেণিতে পড়ুয়া এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্রপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। সমাবেশে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শুক্রবার বিকেলে জেলার বালাঘাটা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি উবাসিং মার্মা, সাধারণ-সম্পাদক অজিত তঞ্চঙ্গ্যা, সদর উপজেলার সভাপতি মস্তু মার্মাসহ আরো অনেকে। এ সময় বক্তারা আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আদিবাসী এক ছাত্রী জেলার বালাঘাটা বাজারে গৃহ শিক্ষকের কাছে পড়তে আসার সময় গলাচিপা এলাকায় আমানউল্লাহ নামে এক শ্রমিক তার গতিরোধ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমান উল্লাহ ওই ছাত্রীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ছাত্রীর চিৎকার শুনে এলাকার মানুষ এগিয়ে আসলে পালিয়ে যায় আমানউল্লাহ।
এরপর স্থানীয়রা আহত অবস্থায় আদিবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। আমানউল্লাহ কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।
অন্যদিকে, বান্দরবান সদর থানায় আমান উল্লাহ’র বিরুদ্ধে একই দিনে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর পরিবার।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বলেন, আমানউল্লাহকে আটকের চেষ্টা চলছে।
0 Comment "আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ"
Post a Comment