শহীদ আলফ্রেড সরেনের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ |
শহীদ আলফ্রেড সরেনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন |
এই সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি
রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাধক্ষ্য সুধির
তির্কি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন
কুজুর, সাধারণ সম্পাদক ভরত পাহান, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক হুরেন
মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত
মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন
পাহান প্রমুখ।
হত্যার বিচার চাই শহীদ আলফ্রেড সরেনের ছোট ভাই মহেশ্বর সরেন |
শহীদ আলফ্রেড সরেনের হত্যাকারিদের বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের
উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি নওগাঁর নওহাটা মোড়ে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ
নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে
বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ
সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাধক্ষ্য সুধির তির্কি, দপ্তর
সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম,সাঁপাহার থানার সভাপতি মহেন্দ্র পাহান,
মহাবেপুর থানা নারী বিষয়ক সম্পাদক নিতি রানী পাহান, আদিবাসী যুব পরিষদ
নওগাঁ জেলা কমিটির সভাপতি মার্টিন মুর্মু, শহীদ আলফ্রেড সরেনের ভাই মহেশ্বর
সরেন, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত
মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন
পাহান প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার
সাধারণ সম্পাদক ভরত পাহান।
সংহতি বক্তব্য প্রদান করেন, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার
উপদেষ্ঠো অধ্যাপক আতাউল হক সিদ্দিক, বাংলদেশের ওয়ার্কার্স পার্টি নওগাঁ
জেলার সাধরণ সম্পাদক অ্যাড.শাহিদ হাসান সিদ্দিকি স্বপন ,বাসদ নওগাঁ জেলা
সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, মানবাধিকার কর্মী সজল কুমার চৌধুরী,
ব্রতীসেতুবন্ধন প্রকল্পের প্রতিনিধি আলমগীর হোসেন।
শহীদ আলফ্রেড সরেনের ছোট ভাই মহেশ্বর সরেন, “ আলফ্রেড সরেনের হত্যার ১৫
বছর অতিবাহিত হলেও আমার ভাইয়ের বিচার হয়নি, আমি আমার ভাইয়ের হত্যার বিচার
চাই। ভূমিদস্যু সন্ত্রাসীরা এখনো আমাদেরকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে। ১৫
বছরে আমাদের গ্রাম থেকে দেশান্তরিত হয়েছে। আমরা শান্তিতে বসবাস করতে চাই।”
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, “আজ আলফ্রেড
সরেনের হত্যার ১৫ বছর অতিবাহিত হলো, কিন্তু আমাদের নেতা আলফ্রেড সরেনের
হত্যার বিচার হয়নি। ২০০০ সালে যখন নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের সমাবেশ
হয়েছিল তখন প্রশাসন বলেছিল আলফ্রেড সরেনের হত্যার বিচার অবশ্যই হবে। কিন্তু
প্রশাসন আজ পর্যন্ত আলফ্রেড সরেনের হত্যার বিচার করতে পারেনি। আদিবাসীদের
জন্য যথাযথ ভাবে কাজ করছে না । আইন- প্রশাসন হয়ে দাঁড়িয়েছে পুঁজিপতি
প্রভাবশালি বৃত্তবানদের পকেটে। আলফ্রেড সরেনে হত্যার বিচারের মধ্য দিয়ে
রাষ্ট্রকে প্রমান করতে হবে আইন সকলের জন্যই সমান”।
এছাড়াও বক্তারা দেশব্যাপি আদিবাসীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন,
নিপীড়ন, হত্যা, ভূমি থেকে উচ্ছেদ ও ধর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
আদিবাসীদের নিরাপত্তার দাবি জানান।
0 Comment "আলফ্রেড সরেনের বেদিতে শ্রদ্ধাঞ্জলি ও বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন"
Post a Comment