বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠন এর
নির্বাচনে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয় পরাগ-সেংচাং-শিমুল এর প্যানেল “এ”।
প্যানেল “সি” পরাগ-রুয়েল-নিশান প্যানেল পায় ১১ ভোট আর প্যানেল “ডি” সেংচাং,
রুয়েল, নিশান পায় ৫ ভোট ও একটি না ভোট হয়। গোপন ব্যালট এর মাধ্যমে
নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ কাউন্সিল এ প্রতিদ্বন্দ্বিতা করে চারটি প্যানেল। প্যানেল “A” এর সভাপতি
তিতাস পরাগ সাংমা, সাধারণ সম্পাদক সেংচাং ম্রং ও সাংগঠনিক সম্পাদক শিমুল
কুবি। এই প্যানেলের প্রস্তাবকারী বর্ষণ রেমা ও শুভ হাজং। একই ব্যক্তিদের
নামে আরেকটি প্রস্তবনা করে সাবেক সাধরণ সম্পাদক রেডক্লিফ ডিব্রা ও
অনুমোদনকারী সঞ্জিব স্কু। প্যানেল B এর সভাপতি আশা রংখেং, সাধারণ সম্পাদক
সেংচাং ম্রং ও সাংগঠনিক সম্পাদক শিমুল কুবি। এর প্রস্তাবকারী যিশাইয় মান্দা
ও অনুমোদনকারী চাল্লাং রিছিল। পরে এই প্যানেল প্রত্যাহার করে নেন
প্রস্তাবকারী যিশাইয় মান্দা। প্যানেল C সভাপতি তিতাস পরাগ সাংমা, সাধারণ
সম্পাদক রুয়েল চিরান ও সাংগঠনিক সম্পাদক নিশান রেমা। এর প্রস্তাবকারী ও
অনুমোদনকারী অনালিতা ঘাগ্রা ও রুমঝুম বর্ষা মৃ। প্যানেল D প্রস্তাব ও
অনুমোদন করেন অর্জুন দফো ও লিংকন রুরাম। এই প্যানেলের সভাপতি সেংচাং ম্রং,
সাধারণ সম্পাদক রুয়েল চিরান ও সাংগঠনিক সম্পাদক নিশান রেমা।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠন এর কাউন্সিল ২০১৫ অনুষ্ঠিত হয়। আজকের
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক অনাশীষ ডিব্রা, সঞ্চালনা করেন আহবায়ক
কমিটির সদস্য শিমুল কুবি ও কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব
পালন করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি নয়ন চাকমা ও সহ-নির্বাচন কমিশনারের
দায়িত্ব পালন করেন বাবুল কুবি ও সুদর্শী চাকমা। কাউন্সিলে আরো উপস্থিত
ছিলেন সাবেক সভাপতি অসিম হাজং ও সাবেক সাধারণ সম্পাদক রেডক্লিফ ডিব্রা।
0 Comment "নজরুল বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র সংগঠনের নির্বাচনে প্যানেল ‘এ’ নির্বাচিত"
Post a Comment