আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : ৯ আগষ্ট ২০১৫ আন্তর্জাতিক আদিবাসী দিবকে সামনে রেখে “৯ আগষ্ট আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, ক্ষুদ্র নৃ গোষ্ঠী নয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে” আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহনগর শাখার উদ্যোগে আজ  ৮ আগষ্ট ২০১৫ সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সহ-সভাপতি যাকোব এক্কা, রাবি সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত তির্কি, পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা, অর্থ সম্পাদক দীপেন চাকমা।

সংহতি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সভাপতি লূৎফর রহমান তারেক, ছাত্র ইউনিয়ন রাজাশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আয়াতুল্লা খোমেনী, ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি ফারুখ ইমন প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ৯ আগষ্ট ২০১৫ আন্তর্জাতিক আদিবাসী দিবস। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের আদিবাসীরাও দেশের বিভিন্ন অঞ্চলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
প্রতি বছর জাতিসংঘ যথাযথ মর্যাদায় আদিবাসী দিবস পালন করলেও বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে আদিবাসীদের গুরুত্বপূর্ণ এই দিবসটি পালনের জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহন করেনি, বরং বিগত সময়ে দিবসটি পালনে নানা প্রকার বাধার সৃষ্টি করা হয়েছে।
তাই আদিবাসী জনগন ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার আদিবাসীদের দাবি আজও মেনে নেয়নি। বরং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে চিহ্ণিত করেছে। যা আদিবাসীদের জন্য লজ্জাজনক।
এছাড়াও বক্তারা  সারা দেশে আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন, ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

0 Comment "আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে মানববন্ধন "

Post a Comment