বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কলমাকান্দা উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী নেতা সুভাষ হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডাঃ দিবালোক সিংহ। বক্তব্য রাখেন পিওস এল মানখিন, গিভার্ট চিসাম, অশোক চিসিম, খগেন্দ্র হাজং, মারসাল রেমা, রুবেল কোচ, দীনেশ বর্মন, নিরন্তর বনোয়ারী, গেটট্রোক রেমা প্রমুখ। সম্মেলন শেষে আদিবাসী নেতা মার্শাল রেমাকে সভাপতি ও গেটট্রোক রেমাকে সম্পাদক হিসেবে নির্বাচিত করে কলমাকান্দা উপজেলা আদিবাসী ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিরন্তর বনোয়ারী জানান, উপজেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায় হতে কয়েকশত নর-নারী সম্মেলনে অংশগ্রহন করেন।

0 Comment "বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত"

Post a Comment