ধর্ষক আ’লীগ কর্মী হওয়ায় পুঠিয়ায় আদিবাসী গৃহবধূ ধর্ষণ মামলা গত দু’দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ


ধর্ষক আ’লীগ কর্মী হওয়ায় পুঠিয়ায় আদিবাসী গৃহবধূ ধর্ষণ মামলা গত দু’দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

রাজশাহীর পুঠিয়ায় মাঠে কাজ করতে গিয়ে সাঁওতাল (আদিবাসী) গৃহবধূ (২৮) ধর্ষণ মামলা দায়েরের দু’দিন পেরিয়ে গেলেও আসামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি পুলিশ। ধর্ষক স্থানীয় আ’লীগের কর্মী হওয়ায় পুলিশ বিভিন্ন অযুহাতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ। জানাগেছে, গত রোববার ওই গৃহবধূ বিলমাড়িয়ার বিলে কাজ করতে গেলে স্থানীয় আ’লীগ কর্মী মকুল হোসেন তাকে জোরপূর্বক পাশ্বের একটি আখ ক্ষেতে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ বিচারের দাবীতে রোববার রাতে মকুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আর মামলার তদন্ত ভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক আবুল খায়ের পিন্টুকে। কিন্তু তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনার কোনো তদন্ত বা আসামীকে আটকের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন না বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের পিন্টু জানান, আমি রোববার একটি মামলার স্বাক্ষী দিয়ে থানায় এসেছি। এরপর থেকে জরুরী ডিউটি করছি। ওই বিষয়ে আজ ঘটনা স্থলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

0 Comment "ধর্ষক আ’লীগ কর্মী হওয়ায় পুঠিয়ায় আদিবাসী গৃহবধূ ধর্ষণ মামলা গত দু’দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ"

Post a Comment