নাটোরে আদিবাসী যুবককে কুপিয়ে জখম
নাটোরে
পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু তেলী (২২) নামে এক আদিবাসী যুবককে কুপিয়ে
আহত করেছে প্রতিপক্ষরা ৷ শনিবার দুপুরে সদর উপজেলার মামুদপাড়া মাঠে এঘটনা
ঘটে ৷ আহত মিন্টু একই উপজেলার শঙ্করভাগ গ্রামের হাবু তেলীর ছেলে ৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার জুজারহাট গ্রামের পঞ্চাশোর্ধ
ইসমাইল প্রামানিকের সাথে শঙ্করভাগ গ্রামের মিন্টু তেলীর জমিজমা নিয়ে
দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ৷ শনিবার দুপুরে মিন্টু তেলী মামুদপাড়া মাঠে
তার নিজ জমিতে যায়৷ সেখানে তার সাথে ইসমাইল প্রামানিকের সাথে জমির আইল নিয়ে
বাকবিতন্ডা শুরু হয় ৷ এক পর্যায়ে ইসমাইল প্রামানিক মোবাইলের মাধ্যমে তার
ভাইদের ডাকলে তারা ঘটনাস্থলে এসে মিন্টুকে মারধর করতে থাকে ৷ এসময় ইসমাইল
ধারালো কাস্তি দিয়ে মিন্টুর মাথায় সজোরে আঘাত করে ৷ মিন্টুর চিত্কারে
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে ৷
0 Comment "নাটোরে আদিবাসী যুবককে কুপিয়ে জখম"
Post a Comment