কক্সবাজার রামুতে(নাইক্ষ্যংছড়ি সীমান্ত) বৈদ্য পাড়ায়(ঙারাগ্রী) অংক্যজাই মারমা(৬০)নামে এক ব্যক্তিকে স্থানীয় বাঙ্গালী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এলাকাবাসীর সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাত ১১ টায় অপহরণকারী চক্র তাকে বাড়ি হতে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা অজ্ঞাত স্থান হতে থেকে মোবাইল করে পাচঁ লক্ষ(৫,০০০০০)মুক্তিপণ দাবি করেছে। যদি নির্দিষ্ট সময়ে মুক্তিপণের টাকা দেয়া ব্যর্থ হলে উক্ত ব্যক্তিকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য কোন জোর তর্পরতা চালাতে দেখা যায় নি।আরো জানা যায় অপহরণের পর থেকে এলাকা বাসীর মধ্যে এক আতংক বিরাজ করছে।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "আদিবাসী বৃদ্ধা অপহরণ, পাঁচ লাক্ষ টাকা মুক্তিপণ দাবি "
Post a Comment