নাটোরে আদিবাসী স্বীকৃতির দাবীতে মানববন্ধন

জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের স্বীকৃতিসহ পৃথক ও স্বাধীন ভুমি কমিশনের দাবিতে নাটোরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। জেলা আদিবাসী ছাত্র পরিষদ ও জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে আদিবাসী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক নরেশ উরাও, জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি কালিদাস রায়, আদিবাসী নেতা প্রমা রায় প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তারা ,ক্ষুদ্র নৃগোষ্ঠি নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্টীয় ভাবে পালনের দাবী জানান তারা। পরে তারা জেলা প্রশাসক মশিউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করে।

0 Comment "নাটোরে আদিবাসী স্বীকৃতির দাবীতে মানববন্ধন"

Post a Comment