আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা অভিযোগ করেছেন,
পাহাড়ে ও সমতলে গায়ের জোরে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে তাদের সম্পত্তি
থেকে।
সোমবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য জান্নাত-এ-ফেরদৌসী বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিচিত্রা তিরকি নিজের জমিতে নির্যাতন এবং গণধর্ষণের শিকার হয়েছেন।
জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিচিত্রার
জমি থেকে লুট হওয়া পাওয়ার টিলার, মহিষ ও অন্যান্য জিনিষপত্র স্থানীয় ইউপি
চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।সাংবাদিকরা সেই ইউপি সদস্যের নাম
জানতে চাইলে অবশ্য বিষয়টি এড়িয়ে যান ককাসের সদস্যরা।ফজলে হাসান বাদশা বলেন,
বিচিত্রা তিরকি নাচোলের ইলা মিত্রের মতোই একজন সহসী নেত্রী। তিনি যে
অবর্ননীয় নির্যাতনের শিকার হয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাই। আশা করি
প্রশাসন তার ওপর নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ
নেবেন।অপরাধীকে কোনো দলীয় পরিচয় চিহ্নিত না করে শুধুমাত্র অপরাধী হিসেবে
বিবেচনা করারও দাবি জানান তিনি।বাদশার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন কাজী রোজী এমপি, হাজেরা সুলতানা এমপি, সঞ্জীব দ্রং
প্রমুখ।
সোমবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য জান্নাত-এ-ফেরদৌসী বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিচিত্রা তিরকি নিজের জমিতে নির্যাতন এবং গণধর্ষণের শিকার হয়েছেন।
0 Comment "আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে: ফজলে হোসেন বাদশা"
Post a Comment