৯ আগস্ট বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত ২১তম আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে শুক্রবার ঢাকায় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী ছাত্র সংগঠনগুলোসহ মানবাধিকার সংগঠনগুলো। সমাবেশে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, আদিবাসীদের রাষ্ট্র যেমন ক্ষুদ্র বলে তেমনি আদিবাসীদের এ দাবিও ক্ষুদ্র। রাষ্ট্র যেকোনো সময় ইচ্ছা করলেই এই
দাবি মেনে নিতে পারে। দেশে নানান ধরনের দিবস পালিত হয় কিন্তু আদিবাসী দিবসটি গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্র তা পালন করে না। অথচ জাতিসংঘের সদস্য
রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের এটা পালন করার কথা।
তিনি আরো বলেন, যেকোনো সরকারের একটা চরিত্র থাকে, তা গণতন্ত্রই হোক বা অন্য কোন হোক,
কিন্তু আমাদের দেশের চরিত্র দেখে মনে হচ্ছে এর কোন চরিত্র নেই এটা যেন
চরিত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি আদিবাসীদের এ ন্যায্য দাবিকে মেনে
নিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সাধারণ সম্পাদক ও আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, বিভিন্ন সময়ে সরকারের
গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এমনকি সরকার প্রধানগণ আদিবাসী দিবসে বাণী দিয়েছেন। আদিবাসী হিসেবে তাদের সকল অধিকার পূরণের আশ্বাস দিয়েছেন কিন্তু তারা সেটা ভুলে গেছেন। তিনি আদিবাসীদের এ দাবিকে মেনে নিয়ে আদিবাসী মানুষের প্রতি মানবিক আচরণের আহ্বান জানান।
এ ছাড়াও সমাবেশে আরো বক্তব্য দেন অধ্যাপক মেসবাহ কামাল, নুমান আহাম্মদ খান, রাজীব মীর, দীপায়ন খীসা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতি বছর জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানায় এই দিবস পালন এবং আদিবাসী জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য। এই ধারাবাহিকতাই, বাংলাদেশ আদিবাসী ফোরাম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে
দিবসটি পালন করে আসছে এ বছরও তারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হবে। কিন্তু পরিতাপের বিষয় রাষ্ট্রীয়ভাবে নানান দিবস পালিত হলেও আদিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এই দিবসটি পালনের সরকারি কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না বরং দিবসটি পালনে নানা প্রকার বাধার সৃষ্টি করা হয়েছে বিগত সময়ে।
দাবি মেনে নিতে পারে। দেশে নানান ধরনের দিবস পালিত হয় কিন্তু আদিবাসী দিবসটি গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্র তা পালন করে না। অথচ জাতিসংঘের সদস্য
রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের এটা পালন করার কথা।
তিনি আরো বলেন, যেকোনো সরকারের একটা চরিত্র থাকে, তা গণতন্ত্রই হোক বা অন্য কোন হোক,
কিন্তু আমাদের দেশের চরিত্র দেখে মনে হচ্ছে এর কোন চরিত্র নেই এটা যেন
চরিত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি আদিবাসীদের এ ন্যায্য দাবিকে মেনে
নিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সাধারণ সম্পাদক ও আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, বিভিন্ন সময়ে সরকারের
গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এমনকি সরকার প্রধানগণ আদিবাসী দিবসে বাণী দিয়েছেন। আদিবাসী হিসেবে তাদের সকল অধিকার পূরণের আশ্বাস দিয়েছেন কিন্তু তারা সেটা ভুলে গেছেন। তিনি আদিবাসীদের এ দাবিকে মেনে নিয়ে আদিবাসী মানুষের প্রতি মানবিক আচরণের আহ্বান জানান।
এ ছাড়াও সমাবেশে আরো বক্তব্য দেন অধ্যাপক মেসবাহ কামাল, নুমান আহাম্মদ খান, রাজীব মীর, দীপায়ন খীসা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতি বছর জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানায় এই দিবস পালন এবং আদিবাসী জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য। এই ধারাবাহিকতাই, বাংলাদেশ আদিবাসী ফোরাম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে
দিবসটি পালন করে আসছে এ বছরও তারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হবে। কিন্তু পরিতাপের বিষয় রাষ্ট্রীয়ভাবে নানান দিবস পালিত হলেও আদিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এই দিবসটি পালনের সরকারি কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না বরং দিবসটি পালনে নানা প্রকার বাধার সৃষ্টি করা হয়েছে বিগত সময়ে।
0 Comment "রাষ্ট্রীয়ভাবে বিশ্ব আদিবাসী দিবস পালনের দাবি"
Post a Comment