নওগাঁর নিয়ামতপুরে চঞ্চলা পাহান (১৬) নামে
এক আদিবাসী নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চঞ্চলা আহারকান্দার
গ্রামের পঞ্চানন পাহানের মেয়ে। শুক্রবার দুপুর আড়াই টার দিকে উপজেলার
আহারকান্দর গ্রামের নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত চঞ্চলা আহারকান্দার গ্রামের পঞ্চানন পাহান জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি গ্রামের বাহিরে কাজ করতে যান। সে সময় চঞ্চলা পাহান একাই বাড়ী ছিলেন। সন্ধ্যায় চঞ্চলা পাহানের দুলাভাই জেলার সাপাহার উপজেলা দোয়াশ সুরেন মূর্ম তাদের বাড়ী এসে চঞ্চলা পাহানের নিজ শয়ন ঘরের মধ্যে তার মৃতদেহ দেখতে পান।
নিহতের পরিবার ধারণা করেছে তার মেয়েকে পরিকল্পিত ভাবে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তার কারণে জানাতে পারেনি।
নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক মুকুল হোসেন জানান, উপজেলার প্রত্যন্ত এলাকায় আহারকান্দার গ্রাম। শুক্রবার দুপুরে নিহতের বাবা থানায় এসে সংবাদ দেন। সংবাদের ভিত্তিতে চঞ্চলা পাহানের নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে চঞ্চলা পাহানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রথম প্রকাশিত
নিহত চঞ্চলা আহারকান্দার গ্রামের পঞ্চানন পাহান জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি গ্রামের বাহিরে কাজ করতে যান। সে সময় চঞ্চলা পাহান একাই বাড়ী ছিলেন। সন্ধ্যায় চঞ্চলা পাহানের দুলাভাই জেলার সাপাহার উপজেলা দোয়াশ সুরেন মূর্ম তাদের বাড়ী এসে চঞ্চলা পাহানের নিজ শয়ন ঘরের মধ্যে তার মৃতদেহ দেখতে পান।
নিহতের পরিবার ধারণা করেছে তার মেয়েকে পরিকল্পিত ভাবে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তার কারণে জানাতে পারেনি।
নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক মুকুল হোসেন জানান, উপজেলার প্রত্যন্ত এলাকায় আহারকান্দার গ্রাম। শুক্রবার দুপুরে নিহতের বাবা থানায় এসে সংবাদ দেন। সংবাদের ভিত্তিতে চঞ্চলা পাহানের নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে চঞ্চলা পাহানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রথম প্রকাশিত
0 Comment "নিয়ামতপুরে আদিবাসী নারীকে শ্বাস রোধে হত্যা"
Post a Comment