বিশ্বকাপে টাইগারদের বরণ করে নেওয়া নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের প্রতি অভিনব কায়দায় সম্মান জানাবে বিশ্বকাপের আয়োজক এবং রানার্স আপ দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের জার্সি ও ক্যাপে দেশের নামের পরিবর্তে লেখা থাকবে ‘অটিরোয়া’। ০২ আগস্ট দুই দলের
মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড এখন শ্বেতাঙ্গদের দেশ হলেও, এখানে প্রথম বসতি ছিল মাওরিদেরই। দেশটির আদিবাসী মাওরিরা নিউজিল্যান্ডকে ডাকে ‘অটিরোয়া’ নামে। আর এ নামেই জার্সি ও ক্যাপ পরে ব্লাকক্যাপসরা এবার হারারেতে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে জানান, কিউই ক্রিকেট চায় সকলের মাঝে ক্রিকেটকে পৌঁছে দিতে। যেসব কমিউনিটিতে ক্রিকেট বেশি পরিচিত নয়, আমরা সেখানেও ক্রিকেটকে পৌঁছে দিতে চাই।
একই সঙ্গে তিনি আরও যোগ করেন, নিউজিল্যান্ডকে ডাকা মাওরিদের ‘অটিরোয়া’ নামটি নিয়ে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দল। আমরা সম্মান জানাতে চাই মাওরি আদিবাসীদের।
মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড এখন শ্বেতাঙ্গদের দেশ হলেও, এখানে প্রথম বসতি ছিল মাওরিদেরই। দেশটির আদিবাসী মাওরিরা নিউজিল্যান্ডকে ডাকে ‘অটিরোয়া’ নামে। আর এ নামেই জার্সি ও ক্যাপ পরে ব্লাকক্যাপসরা এবার হারারেতে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে জানান, কিউই ক্রিকেট চায় সকলের মাঝে ক্রিকেটকে পৌঁছে দিতে। যেসব কমিউনিটিতে ক্রিকেট বেশি পরিচিত নয়, আমরা সেখানেও ক্রিকেটকে পৌঁছে দিতে চাই।
একই সঙ্গে তিনি আরও যোগ করেন, নিউজিল্যান্ডকে ডাকা মাওরিদের ‘অটিরোয়া’ নামটি নিয়ে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দল। আমরা সম্মান জানাতে চাই মাওরি আদিবাসীদের।
0 Comment "আদিবাসী সম্প্রদায়কে সম্মান জানাতে নাম পরিবর্তন করবে নিউজিল্যান্ড"
Post a Comment