আদিবাসী দিবস পালিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না


 
আদিবাসীদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে আলাদা দিবস পালন করা হলে রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না— বরং উজ্জ্বল হবে বলে জানালেন লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের "স্বোপার্জিত স্বাধীনতা" ভাস্কর্যের সামনে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালনের দাবিতে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যেগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
এ সময় আবুল মকসুদ ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হলেও বাংলাদেশে এ দিবসটি পালন করা হচ্ছেনা বলে অভিযোগ করেন।

রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের অধিকার নিশ্চিত করা—উল্লেখ করে সরকার তা করছে না বলেও অভিযোগ করেন এই লেখক-কলামিস্ট।

এ দিবস পালন নিয়ে রাষ্ট্র ও সরকারের যথেষ্ট আপত্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
‘আদিবাসী জাতি: এক নতুন অংশীদারিত্ব’ এ স্লোগানকে সামনে রেখে ২২ বছর আগে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসি দিবস ঘোষণা করে। সেইসঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সদস্য রাষ্ট্রসমূহকে আহবান জানায়। কিন্তু বাংলাদেশে কখনো রাষ্ট্রীয় উদ্যোগে এ দিবসটি পালন করা হয় না বলেই এই সমাবেশ এবং পরে র‌্যালি বের করা হয়।

0 Comment "আদিবাসী দিবস পালিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না"

Post a Comment