নিয়ামতপুরে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ধর্ষক গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে ৭ম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে নিয়ামতপুর থানা পুলিশ আশরাফ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । আটককৃত ব্যক্তি উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল (আমপাড়া) গ্রামের মৃত সবের আলীর পুত্র ও ৪ সন্তানের জনক। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দাদরইল (আমপাড়া) গ্রামের ৭ম শ্রেণি পড়–য়া ওই ছাত্রী গত শুক্রবার বিকেলে গ্রামের একটি খালের ধারে তাদের গরুকে ঘাস খাওয়াচ্ছিল। সে সময় ওৎ পেতে থাকা আশরাফ আলী ওই মেয়েকে একা পেয়ে জাপটে ধরে ও ধর্ষনের চেষ্টা করে। এমন পরিস্থিতিতে আদিবাসী ছাত্রীটি চিৎকার শুরু করলে আশ-পাশ জমি থেকে কাজ করা কৃষি শ্রমিকরা ছুটে এসে ছাত্রীটিকে উদ্ধার করে ও হাতে নাতে আশরাফ আলীকে ধরে ফেলে। এ ঘটনায় গ্রামবাসী আশরাফকে বেধড়ক মারপিট করে ও রশি দিয়ে তাকে বেধে রেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে।
এমন ঘটনায় ৫ নং পাঁড়ইল ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ঘটনা সত্য এবং তিনি সংবাদ পেয়ে চৌকিদারের মাধ্যমে আশরাফ আলীকে থানায় পৌঁছে দেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আশরাফ আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 Comment "নিয়ামতপুরে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ধর্ষক গ্রেফতার"

Post a Comment