সাঁওতাল শিশু ধর্ষনকারীর বিচারের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে নিজ ফুফার দ্বারা ধর্ষিত হয়েছে ৩ বছরের এক সাঁওতাল আদিবাসী  শিশু। ২৩ জুন মঙ্গলবার বেলা ৩টায় বৃষ্টির মধ্যে উপজেলার পাড়ইল ইউপির দাদরইল আমপাড়া গ্রামের লক্ষী সরেনের ছেলে সোম সরেন (৩৫) তার নিজ শালার ৩ বছরের
কন্যা শিশুকে ফুসলিয়ে খাড়ির পার্শ্বে নিয়ে যায় এবং জোর পূর্বক ধর্ষণ করে।  সাঁওতাল শিশুটি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে সোমসরেন তাকে ওখানে ফেলে
রেখে চলে যায়।
খাড়ির পার্শ্বে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পাবার পরপরই তাকে নিয়ামতপুর উপজেলা
 স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা
বেগতিক দেখে ২৫জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
শিশুটি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত ব্লিডিং হবার কারণে গত ৪ জুলাই অপারেশন করা হয়েছে। তবে ডাক্তার
জানিয়েছেন, তাকে আরেক দফায় অস্ত্রপাচার করা লাগবে।ধর্ষণের বিষয়টি
প্রথমে গোপন করার চেষ্টা করে সাঁওতাল শিশুটির পরিবার। উক্ত বিষয়ে বুধবার
আদিবাসী ছাত্র পরিষদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১টি স্মারকলিপি প্রদান
করেন এবং মানববন্ধন করেন। বর্তমানে ধর্ষনকারী পলাতক অবস্থায় রয়েছেন।
এদিকে লিপি হাসদার বাবা মা খোঁজাখুঁজি করে পরের দিন

0 Comment "সাঁওতাল শিশু ধর্ষনকারীর বিচারের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন"

Post a Comment