আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলায় গর্ভবতীর পেটের সন্তান নিহত



দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউপি’র তালপুকুর সৈয়দপুর আদিবাসী পল্লীতে হামলা-ভাংচুর, লুটপাট ও মারধরের ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫৩, তারিখ ২৮-০৭-২০১৫ ইং। আসামীরা হলেন ঃ ১। মোঃ মোকসেদ আলী, ২। মোঃ মন্ডল উভয় পিতা মৃত ছফিউদ্দিন, ৩। মোঃ আবু বক্কর পিতা মোঃ মন্ডল সর্বসাং সৈয়দপুর, ৪। মোঃ আঃ রাজ্জাক, পিতা মোঃ আঃ রহমান, ৫। মোঃ ফারুক হোসেন পিতা মৃত অহেদ আলী, সাং মহব্বতপুর, ৬। মোঃ সোহেল পিতা মোঃ আবেদ আলী, সাং-সৈয়দপুরসহ আরো অজ্ঞাত কয়েকজন, থানা কোতয়ালী, দিনাজপুর। মামলার বাদী অনিল র্মূর্মূ ও এজাহার সূত্রে জানা যায়, গত রমজান মাসে ২ জন আদিবাসী মারা গেলে রোজার কারণে তাদের শ্রাদ্ধ করা হয়নি। তাই ঈদের পর গত ১৯ জুলাই রবিবার সকাল ৯টার দিকে এলাকার ২ জন আদিবাসীর শ্রাদ্ধের আয়োজন করলে এলাকার কতিপয় সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে আদিবাসী পল্লীতে লাঠিসোটা, লোহার রডসহ বিভিন্ন ধরণের দেশীয় ধারালো অস্ত্র¿ দিয়ে হামলা চালায়। হামলাকারীরা অমানুষিক নির্যাতন চালিয়ে ৯ মাসের অন্তঃসত্তা কল্পনা টুডুসহ প্রায় ৭/৮ জন গুরুত্বর আহত হয়। গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় কল্পনা টুডুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭/০৭/১৫ তারিখ মেডিকেল থেকে ছাড়পত্র নিয়ে সকাল ৬টায় বাড়ী ফেরার পথে কল্পনা টুডুর পেটে ব্যথা উঠলে তৎক্ষণাত কল্পনা টুডুকে এসটি ভিন্টসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে গত ২৮-০৭-১৫ তারিখ সকাল অনুমান ৯টার সময় কল্পনা টুডু একটি শিশু সন্তান প্রসব করলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। সন্ত্রাসীরা আমার স্ত্রীর পরনের কাপড় টানা হেচরা করে ছিঁড়ে বিবস্ত্র ও শ্লীলতাহানি ঘটায়। জোরপূর্বক বসতবাড়িতে প্রবেশ করে ট্র্যাংকের তালা ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেলে বাদীর ছোট বোন এতে বাঁধা দিলে তার গলা থেকে একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। আমাদের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আমাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।

0 Comment "আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলায় গর্ভবতীর পেটের সন্তান নিহত"

Post a Comment