গোদাগাড়ীতে আদিবাসীর বাড়ি ভাঙচুর লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসীর বাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের নরেন সরদারের (৮০) বাড়ি ভাঙচুর, থালা-বাসন, আসবাব-পত্র ও গাছের আম লুট করে সন্ত্রাসীরা। এ সময় নরেন সরদার ও তার পরিবারের নারী সদস্যদেরকে মারধর করে। এ ঘটনার পেৰিতে বৃহস্পতিবার নরেন সরদার বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে রাজশাহী মহানগরের দাসপুকুরের তোফাজ্জুল হোসেনের ছেলে নুরুল হক আওয়ালসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আবু ফরহাদ বলেন, নরেন সরদার এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত ও আসামিদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িতদেরকে আটক করে শাস্তির দাবি জানান।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলকে আহব্বান জানান। আদিবাসী নেতারা ও গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ সময় ঘটনান্থলে উপস্থিত ছিলেন।

0 Comment "গোদাগাড়ীতে আদিবাসীর বাড়ি ভাঙচুর লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের"

Post a Comment