আদিবাসী জমি জবর দখলকালে সংঘর্ষ আহত ৫
শ্রীপুর(গাজীপুর) উপজেলার কাওরাইদ ইউনিয়নের শোনাব এলাকায় সংখ্যালঘু আদিবসীর জমি দখলকালে
সংঘর্ষে ৫ অধিবাসী আহত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার শ্রীপুর মডেল থানায়
দায়ের করা অভিযোগে জানা যায়,শোনাব এলাকায় সংখ্যা লঘু আধিবাসী গোপাল কোচের
মালিকানা ও দীর্ঘ দিনের দখলীয় জমি জবর দখলের পাঁয়তারা করে আসছে ওই এলাকার
প্রভাবশালী ঢালী পরিবারের রমিজ ঢালী।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে রমিজ ঢালীর নেতৃত্বে ১০/১৫ জনের
অস্ত্রধারী দল গোপাল কোঁচের বাড়ীর বসত ঘড়ের দরজায় শিকল এটে তালা দিয়ে বাড়ী
ঘেষে পশ্চিম ও উত্তর পাশ্বের জমি জবর দখলের লক্ষ্যে গাছের চারা ও বাঁশের
চাটাইয়ের বেড়া দিতে থাকে।
শব্দে গোপল কোচের ঘুম ভেঙ্গে গেলে তার ঢাক-চিৎকারে বাড়ীর অন্য ঘড়ের লোক
জন বের হয়ে জবর দখল করীদের বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে
অস্ত্রধারীদের দা’য়ের কোপে ও শাবলের আঘাতে কোচ পরিবারের ৫ জন আহত হয়।
শাবলের আঘাতে রাখাল কোঁচ(৩৫) ও নিতু কোঁচ (৩৫) মাটিতে লুটিয়ে পড়লে
স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর হাসাপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে
শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
0 Comment "আদিবাসী জমি জবর দখলকালে সংঘর্ষ আহত ৫"
Post a Comment