আদিবাসী ভূমি সমস্যা সম্ভাবনাবিষয়ক মতবিনিময় সভা

 আদিবাসী ভূমি সমস্যা সম্ভাবনাবিষয়ক মতবিনিময়


নওগাঁয় দলিত, আদিবাসী জনগোষ্ঠীর আবাসন ভূমি সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা পরিষদ মিলনায়তনে হেকস্ সুইজারল্যান্ড এর সহায়তায় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকো এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আরকো’র সভাপতি শামসুল হক। প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক এবং হেকস্ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনীক আসাদ, এডভোকেসি এন্ড কমিউনিকেশন কো:অর্ডিনেটর মনজুন নাহার, শফিকুল ইসলাম, শহিদ হাসান সিদ্দিকী স্বপন, ময়নুল হক মুকুল, অধ্যক্ষ (অবঃ) শরিফুল ইসলাম খান, বাবুল রবিদাস (জয়পুরহাট), প্রকৌশলী গুরুদাস দত্ত, হরিজন নেতা ভানু বাঁশফোর প্র্রমুখ বক্তব্য রাখেন।

0 Comment "আদিবাসী ভূমি সমস্যা সম্ভাবনাবিষয়ক মতবিনিময় সভা"

Post a Comment