ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ এর তফসিল থেকে বাদ পড়া
উত্তরবঙ্গের প্রায় ২৩টি আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতির স্বীকৃতি দাবি
জানিয়েছে আদিবাসী মুক্তি মোর্চা। গতকাল বেলা ১১টায় রাজশাহী প্রেস ক্লাবে এক
সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে আদিবাসী মুক্তি
মোর্চার সাধারণ সম্পাদক যাকারিয়াস ডুমরী বলেন, ২০১০ সালের ১২ই এপ্রিল
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন- ২০১০ পাস হলে ধারা ২(১) ও
ধারা ১৯-এর তফশিল এ মোট ২৭টি জাতিগোষ্ঠীর তালিকা প্রকাশিত হয়। ওই তালিকা
থেকে মাহলে, মাহাতো, কর্মকার, রাজোয়াড়, ভূইয়া, কোডাসহ সমতলের প্রায় ২৩টি
আদিবাসী জাতিগোষ্ঠীর নাম বাদ পড়ে। পরবর্তীকালে বিভিন্ন সংগঠন এর প্রতিবাদে
আন্দোলন করেছে। ওই সময় রাজশাহী-১ আসনের এমপি (গোদাগাড়ী-তানোর) ওমর ফারুক
চৌধুরী এবং রাজশাহী-২ সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশার মাধ্যমে
প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্কৃতি
মন্ত্রণালয় প্রজ্ঞাপন দ্বারা জেলা প্রশাসকের মাধ্যমে বাদ পড়া জাতিগোষ্ঠীর
তালিকা সংগ্রহ ও প্রস্তুতও করেছে। কিন্তু অদ্যাবধি গ্যাজেট আকারে প্রকাশ
থেকে বিরত রয়েছে। ফলে তারা চাকরি গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, উপজেলা
পর্যায়ে উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। এ সময় তারা সরকারি
গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকের মাধ্যমে আদিবাসী/ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। যাতে ২০১৫-১৬
শিক্ষাবর্ষে আদিবাসী কোটায় এসব জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান।
তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন
আদিবাসী নেতৃবৃন্দ। একই সঙ্গে সংবাদ সম্মেলন থেকে দাবি-দাওয়া বাস্তবায়নে
আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কর্মসূচিগুলো হলো- মাননীয় স্পিকার,
বিরোধী দলীয় নেতা, সংস্কৃতি মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খোলা
চিঠি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন, উত্তরবঙ্গে
গণবিক্ষোভ ও রাজধানী শহর ঢাকায় গণসম্মেলন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত
ছিলেন, মাহলে গোত্র প্রধান সৃষ্টি বারেক, মাহাতো গোষ্ঠীর প্রতিনিধি
বিশ্বনাথ মাহাতো, রাজোয়াড় প্রতিনিধি মতিলাল রাজোয়াড়, কর্মকার গোষ্ঠীর
প্রতিনিধি গয়ানাথ কর্মকার প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আদিবাসী
মুক্তি মোর্চা সভাপিত ও সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি অধ্যাপক যোগন্দ্রনাথ
সরেন।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "বাদ পড়া ২৩টি আদিবাসী জাতির স্বীকৃতি দাবি"
Post a Comment