ঠাকুরগাঁওয়ে ১৭ আদিবাসী পরিবার পেলেন খাস জমির দলিল

ঠাকুরগাঁও প্রতিনিধি -ঠাকুরগাঁওয়ে ১৭ জন আদিবাসী পরিবারের মাঝে একশ ৯৩ শতক খাস বন্দোবন্তের দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালামন্দর ইউনিয়নের ১৩ পরিবার এবং পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের ৪আদিবাসী পরিবার এই দলিল হাতে পেয়েছেন ।

বৃহস্পতিবার বিকেলে ইএসডিও আয়োজিত হেকস সুইজারল্যান্ড এর সহযোগিতায় , জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমসডিওর নির্বাহী পরিচালক ডা: শহীদ উজ জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান,নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম,হেকস সুইজারল্যান্ড এর বাংলাদেশ কান্ট্রি অফিসের ম্যানেজার-ফাইনান্স এন্ড এডমিন আবুল হাসনাত,ভুমি কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রধান,ইউপি চেয়ারম্যান শফিউর রহমান শফি,পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী,আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী,আদিবাসী মাইকেল হাজদা প্রমুখ।

বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিও কর্তৃক বাস্তবায়নধীন প্রমোশন অফ রাইটস ফর এথনিক এন্ড দলিতস ইমপ্র“ভমেন্ট প্রোগ্রাম এর উপকারবেভাগী ১৭ পরিবারের মাঝে এ খাস জমির দলিল বিতরন করা হয়।

0 Comment "ঠাকুরগাঁওয়ে ১৭ আদিবাসী পরিবার পেলেন খাস জমির দলিল"

Post a Comment